
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীতে অভিযান চালিয়ে তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ছয়জনকে দেশীয় অস্ত্রশস্ত্র ও চারটি চোরাই গরুসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তালিকাভুক্ত অপরাধী এবং তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকা থেকে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যানে করে চোরাই গরু নিয়ে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অস্থায়ী চৌকি স্থাপন করে। ফেনী সদরের মোহাম্মদ আলী বাজারে অবস্থিত পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারের বিপরীতে রনি রেস্টুরেন্টের সামনে এই চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। অভিযানকালে, র্যাবের চৌকির দিকে আসা একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে জামান হোসেন মানিক (৫০), একই উপজেলার দক্ষিণ লাটিমা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩২) এবং সাচকি গ্রামের মৃত তরু মিয়ার ছেলে মোঃ ইয়াসিন (৪৬)। আটক মোঃ ইয়াসিন তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া অপর আটককৃতরা হলেন: ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মৃত ইলিয়াসের ছেলে আব্দুল কাদের (৩৭), একই উপজেলার চর খেয়াজ গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মোঃ হারুন (৩৫) এবং ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হাছান উল্লাহর ছেলে মোঃ সুলতান আহম্মদ (২৬)।
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ঢাকা মেট্রো-ন-১৯-৬২১৮ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ভ্যানটি তল্লাশি করে চারটি গরু উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ফেনীর সীমান্তবর্তী এলাকাগুলোতে গরু চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। উদ্ধারকৃত গরুগুলো তারা ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা থেকে চুরি করেছে বলে জানিয়েছে।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।