পরশুরামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিভিল সার্জনের নির্দেশনা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম উপজেলায় স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়ন এবং আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন (টিসিভি) ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

​পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ এমদাদ উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনার পর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার জন্য সিভিল সার্জন প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ করে দেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা, রোগীদের প্রতি যত্ন এবং সময়মতো সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​সভায় আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ক্যাম্পেইনে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশনের হার বাড়ানোর জন্য উদ্ভাবনী কৌশল গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, প্রচারণার মাধ্যমে প্রতিটি মানুষের কাছে টিকার গুরুত্ব এর বার্তা পৌঁছে দিতে হবে।

​সভায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ