
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ফেনী মডেল থানাধীন বাথানিয়া বিসিক শিল্পনগরী এলাকার সংযোগ সড়কের পেট্রোবাংলা গ্যাস কোম্পানির গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুজনকে তল্লাশি করা হয়। অভিযানে মো. পারভেজ (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে এক কেজি এবং মো. ওবায়দুল হক (২৮) নামের অপর ব্যক্তির কাছ থেকে আরও এক কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত দুই কেজি গাঁজা বহনের দায়ে তাদের ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় পরদিন, অর্থাৎ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ১৯।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।