
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন থেকে বাচাঁনোর দাবীতে চর-গোরকমন্ডল ধরলাপাড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এর আয়োজন করে জেলা ও উপজেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। এসময় চর-গোরকমন্ডল এলাকার ভাঙনের শিকার শতশত পরিবারের লোকজনসহ হাজারো নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
বক্তব্য স্থানীয় আববকর সিদ্দিক বলেন, গত দেড় দু’মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। অনেকেই বাড়ীঘর হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। কোনক্রমে ঠেকানো যাচ্ছে না ভাঙন। নিমিষেই শতশত বিঘা আবাদী জমি ধরলার পেটে চলে যাচ্ছে। আমাদের এই ভাঙন তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। ফলে ধরলায় বিলীন হয়ে যাচ্ছে পুর্ব পুরুষের কবরস্থানসহ বসতবাড়ী।
সমাবেশে স্থানীয় ছালেকা বেওয়া কান্না জড়িত কন্ঠে জানান, এ গ্রামের অনেকের বাপ-দাদার কবরসহ আমার বাপ-দাদার কবর এমনকি আবাদী জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, এই সর্বনাশা ধরলার ভাঙন থেকে আমাদের বাচাঁন। নইলে অবশিষ্ট টুকুও আমাদের থাকবে না। তিনি দ্রুততম সময়ে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী করেন।
মানববন্ধন ও সমাবেশে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ এর সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সঞ্চলনা ও উপজেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ এর সভাপতি সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, এ্যাডভোকেট আশরাফ আলী, সাইয়েদ আহমেদ বাবু,স্থানীয় আবু বকর সিদ্দিক, ছালেকা বেওয়া প্রমূখ।