
মনিরুল ইসলাম, সাপাহার ( নওগাঁ)।।
জাতীয় নির্বাচনের পর নির্বাচন হতে পারে উপজেলা ও ইউনিয়ন পরিষদের। আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস কক্ষে এ ঘোষণা করেন। সাপাহার উপজেলার জামায়াতের আমির আবুল খায়ের (তরুন) সাপাহার উপজেলার উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে শিরন্টী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল বাঁকী, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবদুল্লাহ্
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নুরুন নেসা (মরহুম কাফী মাস্টারের স্ত্রী) কে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থী ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও নওগাঁ- ৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুর রাকিব।
সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন উপজেলা আমীর আবুল খায়ের তরুণ ও নওগাঁ-১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।