ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণের দাবিতে দাগনভুঁইয়ায় রাজপথে খেলাফত মজলিস

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

 

ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, স্কুল ও ঘরবাড়ি জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টায় দাগনভুঁইয়া জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা নদী ভাঙনের ফলে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। ভাঙন কবলিত এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

​উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। তিনি ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান।

​উপজেলা সহসভাপতি মাওলানা সা’দ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা নুরুল আবসারের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী।

​এছাড়াও, মানববন্ধনে সংহতি প্রকাশ করে যোগ দেন ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, দাগনভুঁইয়া উপজেলা সভাপতি আবদুর রহমান এবং ডিএএমএম শাখার সভাপতি আবদুল আজিজ সহ স্থানীয় নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ