কেন্দুয়ায় পৃথক পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক পৃথকভাবে পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালের দিকে কেন্দুয়া পৌর সদরে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঞা দুলাল ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামানের নেতৃত্বে পৌর শহরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের নেতৃত্বে আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদির আহমেদ (সুরুজ) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রতন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ