শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

শিবির কর্মীর গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বট চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের ওপর হুমকি, হেনস্তা ও সাইবার বুলিং সমাজের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি স্বরূপ।

বক্তারা আরও বলেন, এসব ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্মে সাহস না পায়।

কর্মসূচীতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ