
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণে ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, দিনের বেলায় উপজেলার রাজাপুর ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে ডা. এ এস এম সোহরাব আল হোসাইন শিক্ষার্থীদের টাইফয়েড রোগের ভয়াবহতা এবং টিকার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি ক্যাম্পেইনের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। যে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো– রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, চাইল্ড কেয়ার মডেল স্কুল, রাজাপুর উচ্চ বিদ্যালয় এবং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যেখানে টিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
এই জনসচেতনতামূলক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকের আহমেদ ও ফাতেমা পারভীন এবং স্বাস্থ্য সহকারী মোঃ করিমুল হক ও কুতুব উদ্দিন।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের তত্ত্বাবধানে এবং ফেনীর সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে এই টিকাদান ক্যাম্পেইনটি পরিচালিত হতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো দেশের সকল যোগ্য শিক্ষার্থীকে টিকার আওতায় এনে টাইফয়েড রোগের প্রকোপ থেকে সুরক্ষা প্রদান করা।