কুলিয়ারচরে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) 

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”- এই শ্লোগানে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য ও সন্ত্রাস বিরোধী এক মানববন্ধন পালিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) বিকেলে ছয়সূতী ইউনিয়ন বাসস্ট্যান্ডে রক্তের সন্ধানে ছয়সূতী কর্তৃক আয়োজিত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, আজ সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম কারণ মাদক ও সন্ত্রাস। মাদকের কারণে যুব সমাজ বিপথগামী হচ্ছে। অনেকে নেশার টাকা যোগার করতে ছিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদক একটি পরিবার ও একটি সমাজকে খুব সহজেই ধ্বংস করে দিতে পারে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের মানুষকেও সচেতন হতে হবে।

“রক্তের সন্ধানে ছয়সূতী” কমিটির সভাপতি কিরন খান বলেন, ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের কুলিয়ারচর অংশের লক্ষিপুর থেকে আলী আকবরী পর্যন্ত স্থানে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশাসনিকভাবে এর প্রতিকার জরুরী। আমরা সন্ত্রাস ও মাদক মুক্ত কুলিয়ারচর চাই।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ