
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী ও চট্টগ্রাম সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার, ২৭ আগস্ট ২০২৫ তারিখে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক ও গরু জব্দ করা হয়। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ০৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী ওই নির্দিষ্ট এলাকাগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বেশ কয়েকটি গরু আটক করতে সক্ষম হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সকল মালামাল নিকটস্থ থানা ও কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাঁদের অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে থাকবে এবং সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।