খেলতে গিয়ে নিখোঁজ, চার দিন পর মিলল স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর মাইমুনা (১৩) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভালুকাকুড়া গ্রামের একটি পুকুরের কচুরি পানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইমুনা স্থানীয় মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে মাইমুনা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চাচা আলী হোসেন বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নিশ্চিত হন যে এটি নিখোঁজ মাইমুনার মরদেহ।

স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে হত্যা হয়ে থাকলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ