গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদকে বহিষ্কার

মো: রবিউল ইসলাম

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নাহিদুজ্জামান নিশাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নাহিদুজ্জামান নিশাদ গত ৫ আগস্টের পর ফুলছড়ি-সাঘাটা এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতির পদ পেয়ে যান । হঠাৎ তাকে বহিষ্কার করায় গাইবান্ধা জেলাজুড়ে, বিশেষ করে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ