
তুমি সাজবে বলে প্রবল আগ্রহে
চাতকের মত চেয়ে ছিলাম,
হলো অবশেষে অপেক্ষার অবসান।
হলুদ শাড়ী পড়ে এলে খোলা চুলে,
যেন অমাবস্যার আঁধার নামে।
লাল কাচের চুরি আলতা রাঙা খালি পায়
মোর কমল হৃদয় আটকে যায়।
সেইদিনি প্রথম শাড়ী পড়েছিলে বোধহয়।
মৃদু লাজে কম্পিত ভীরু ঠোঁট,
লজ্জায় অবনত ঝিনুকের মত ঐ দুটি চোখ,
চেয়েছিলাম অপক।
ওগো মনোহরণী রমনী
তুমি কি আমার হবে?
যদি রংধনু হতে লাল রং এনে রাঙায়
তোমার কোমল দুটি পা।
যদি বিশ্ব বক্ষ তন্নতন্ন করে খুঁজে
এনে দেয় যত কণ্টকাকীর্ণ বাহারি ফুল।
যদি শরতের পূর্নিমার চাঁদ এনে
তোমার কপালের টিপ বানায়।
যদি আকাশ হতে
লক্ষ কোটি তারা এনে বাসর সাজায়।
তবে, তুমি কি আমার হবে?
লেখক: তারেক আজিজ,
বিএ (অনার্স) , এম এ (বাংলা)
সহকারী শিক্ষক, তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়।
বার্তা প্রেরক: মনিরুল ইসলাম, প্রতিনিধি, বাংলান প্রেস মিডিয়া।