ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী পেলেন বৃত্তি

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে চার স্তরের ৮২ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৪১ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার, ২৩ আগস্ট সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষক মতবিনিময় ও এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবির আহমদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কবির আহমদ বলেন, “আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যুগোপযোগী শিক্ষা প্রদানই এখন প্রধান লক্ষ্য।”
স্থানীয় সরকার উপসচিব গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বিভিন্ন স্তরের ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরের ২০ জন শিক্ষার্থীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা, মাধ্যমিক স্তরের ২৫ জনকে ২ লাখ টাকা, উচ্চমাধ্যমিক স্তরের ২২ জনকে ২ লাখ ৪১ হাজার টাকা এবং স্নাতক ও উচ্চশিক্ষা পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
​বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া আফরিন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার পড়াশোনার যোগ্যতা যাচাই করে সম্মানিত করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ।”
​অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষকরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী বলেন, “শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট এবং শিক্ষক-শিক্ষার্থীদের মেধা যাচাই কার্যক্রম চালিয়ে যাওয়া দরকার।” একই সঙ্গে একজন অভিভাবক, আজগর হোসেন, বলেন, “আমি আমার সন্তানদের যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করে দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার সফি উল্লাহ, জেলা সিভিল সার্জন রুবাইয়্যাত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ফাহমিদা আক্তার এবং সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামানসহ স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সার্কিট হাউস জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমেদ এবং শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মসূচির শিক্ষক প্রিয়াসী রানী দাস।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ