
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সদর ও পৌরসভা এলাকার ঢাকায় বসবাসরত বাসিন্দাদের অংশগ্রহণে মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর কাকরাইলে এক প্রীতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের উদ্যোগে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং বাসিন্দাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ফেনীর উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের ফেনীর কৃতি সন্তান হিসেবে ফেনীর উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং আধুনিক সেনানিবাস করার জন্য আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে।”
ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের আহ্বায়ক কবির আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ফেনী ফোরাম ঢাকার সাবেক সভাপতি ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন তালুকদার, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আনম আবদুর রহীম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাদেরুজ্জামান, ফেনী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন। বক্তারা ফেনীর ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরে জেলার উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা চালানোর ওপর জোর দেন।
ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোঃ আতিকুর রহমানের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।