ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে কঠোর বার্তা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেছেন, ‘চব্বিশ’র ৫ আগস্টে মহিপালে ছাত্র জনতার নির্মম গণহত্যায় যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২৫) বিকেলে ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। শহরের মহিপাল তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​গাজী মানিক তার বক্তব্যে বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে অনুপ্রবেশকারীদের বিষয়ে দলকে সতর্ক করেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা শিকার হয়ে ঘরে থাকতে পারে নাই। তাদের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিলো, এ কারণে জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

​আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে চলতে হবে।’

​ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

​ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়জী, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ