
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব ও অপতৎপরতা প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফেনীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৮ আগস্ট ২০২৫ খ্রিঃ, বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিক মিয়ার বাড়িতে এই বৈঠকের আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় বক্তা হিসেবে এস.এম. আল আমিন সরকারের বিভিন্ন নীতি, আদর্শ এবং চলমান সংস্কারমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট বিশেষভাবে গুরুত্ব পায়। নির্বাচনকে ঘিরে কোনো অশুভ শক্তি যেন মিথ্যা তথ্য, গুজব বা অপরাজনীতি ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে উপস্থিত সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য জোরালো আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাপ্ত যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।
এছাড়া, বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের একসময়ের অত্যন্ত জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান “নতুন কুঁড়ি” পুনরায় চালুর বিষয়েও আলোচনা করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিশু-কিশোরদের উৎসাহিত করতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মেধা বিকাশে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।