সাপাহারে লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)।।

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুস সালেহীনের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সাপাহার উপজেলা বিএনপি’র সদস্য মাহমুদুস সালেহীন ৪৬ নওগাঁ-১ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিরলস পরিশ্রম করছেন।

সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার পাতাড়ী ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। এসময় এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুস সালেহীন স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা গুলো শোনেন। পরবর্তী সময়ে এসব দাবী পূরণের জন্য আশ্বাস প্রদান করেন।

এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপি’র সহ সভাপতি কাহার মাস্টার, উপজেরা বিএনপির অন্যতম সদস্য মোখলেছুর রহমান মুকুল, নওগাঁ জেলা শাখা যুবদলের অন্যতম সদস্য প্রভাষক জুয়েল হক, পাতাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ