
যদি আমি পারতাম হতে খেলারই পুতুল
সন্ধ্যে হলেই ফিরতাম ঘরে রাত্রি হলেই ঘুম।
নাহি টিপতাম ফোন আমি নাহি মারতাম আড্ডা
কেমনে ওসব করতাম বলো নাইতো দেহে আত্মা।
থাকতাম কারো আলমারিতে নয়তো কারো সোফায়
পুতুল হয়ে সখ আহ্লাদ সেকি আমায় মানাই?
রক্তে মাংসের মানুষ তো ভাই ভুল ভ্রান্তি করে
ভুলের ঊর্ধ্বে থাকতাম বসে পাশের ছোট্ট ঘরে।
থাকতাম পড়ে তোমার পাশে জড় বস্তু হয়ে
রাগ অভিমানে শত ব্যাথা সবই নিতাম সয়ে।
মুখ বুজে করতাম পূরণ তোমার সকল চাওয়া
কাজ শেষে কভু হতাম না আর হাওয়া।
যেমন নাচাও তেমন নাচি পুতুল খেলার মত
চাপিয়ে দিও আছে তোমার মনের ইচ্ছে যত।
নাচতে নাচতে যেদিন আমি ক্লান্ত হয়ে যাব
দূরে কোথাও চলে যাব খুঁযে পাবে নাকো।।
কবি: ডা. মো:আবু রায়হান
MBBS (MMC)
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বার্তা প্রেরক: সাংবাদিক মিনহাজ উদ্দীন।
প্রতিনিধি, দৈনিক প্রথম সংবাদ।