
মোহাম্মদ আবু দারদা, ফেনী
ফেনী শহর থেকে চুরি হওয়ার দুই দিন পর একটি সিএনজিচালিত অটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার করেছে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার, ১৭ আগস্ট ২০২৫ তারিখে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় এক অভিযান চালিয়ে চোরাই সিএনজিসহ মোঃ মমিন উল্লাহ্ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেয় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের বিশেষ দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। রবিবার গোয়েন্দা দল গোপন সূত্রে খবর পেয়ে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নবগ্রাম বাজারে অবস্থান নেয়। সেখানে অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজিটিসহ মোঃ মমিন উল্লাহ্ (৫৯)-কে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। মমিন উল্লাহ্ নবগ্রামেরই বাসিন্দা এবং তার পিতার নাম মৃত আবু বক্কর ছিদ্দিক।
উল্লেখ্য, গত শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ তারিখে ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড়ে অবস্থিত রওশন পার্টি সেন্টারের পাশ থেকে সিএনজিটি চুরি হয়। জনতা মোটরসের সামনে রাখা সিএনজিটি অনুপস্থিত যাওয়ার পর এর মালিক মোঃ হারুন (৪২) বাদী হয়ে ফেনী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরেই গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং অবশেষে সিএনজিটি উদ্ধারে সফল হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।