
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেক কেটে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুর দুইটায় প্রেসক্লাব ফুলবাড়ীর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা.শাহাদত হোসেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আরাবুর রহমান পাশা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি অলিউর রহমান নয়ন, দৈনিক করতোয়া ও সমকালের প্রতিনিধি শাহিনুর রহমান শাহীন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুহা: ছদরুজ্জামান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মহসীন আলী মনজু, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এস এম আসাদুজ্জামান, ইত্তেফাকের প্রতিনিধি অনিল চন্দ্র, দৈনিক জনতার প্রতিনিধি ফরহাদ হোসেন টুকু, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নবীউল ইসলাম, চ্যানেল এইচ এর স্বত্বাধিকারীরা হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরাঞ্চল তথা সারাদেশের গণমানুষের মুখপাত্র দৈনিক করতোয়া পত্রিকা বিগত পাঁচ দশক ধরে বস্তুনিষ্ঠ, নির্ভিক ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা বলে আসছে। তাই ৫০ বছরে পদার্পণ অনুষ্ঠানে আমরা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করছি। বেঁচে থাক দৈনিক করতোয়া কোটি মানুষের হৃদয়ে।