ফেনীতে যুব দিবস পালিত, উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ প্রদান

মোহাম্মদ আবু দারদা, ফেনী

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে আলোচনা সভা, শপথ গ্রহণ, সফল আত্মকর্মীদের সম্মাননা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।

এই আয়োজনের মধ্য দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া তরুণ-তরুণীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সাথে, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় জেলার কয়েকজন সফল যুব উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয় এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের সামগ্রিক উন্নয়নে যুব সমাজের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাই তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে সহযোগিতা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।” তরুণদের দক্ষতা বৃদ্ধি ও তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন বক্তারা।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শপথ পাঠ করানো হয়। এতে অংশগ্রহণকারী সকলে যুব সমাজকে আত্মনির্ভরশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেনী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ