
মোহাম্মদ আবু দারদা, ফেনী
ফেনীর পরশুরাম সীমান্তে অনিচ্ছাকৃতভাবে ভারতে প্রবেশকারী মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী নাগরিককে আটকের প্রায় ছয় ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার, ১১ আগস্ট ২০২৫, সকালে তাকে আটকের পর বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার, ১১ আগস্ট ২০২৫, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়নের কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৭৪/এমপি বরাবর মোঃ নুরুল ইসলাম (৬০) শূন্য লাইন অতিক্রম করেন। পরশুরাম উপজেলার উত্তর কেতরাংগা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে নুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিনোদ ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।
ঘটনাটি জানার পর বিজিবি’র পক্ষ থেকে ব্যাটালিয়ন অধিনায়ক ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পতাকা বৈঠকের মাধ্যমে নুরুল ইসলামকে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে, বিএসএফের আহ্বানে একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ২১৭৫/এমপি’র কাছে একটি বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটককৃত বাংলাদেশী নাগরিককে সুস্থ অবস্থায় বিজিবি’র কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাকে তার ছেলে মোঃ নুর আলমের জিম্মায় দেয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন।
৪ বিজিবি, ফেনী’র অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।