ফেনী পুলিশে মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ আবু দারদা, ফেনী

সোমবার (১১ আগস্ট, ২০২৫) ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং তার বাস্তবায়নে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের সাইবার সেলকে পুরস্কৃত করা হয়।

সভায় সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের মাঠ পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী সদস্যদের হাতে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান অভিনন্দন স্মারক তুলে দেন। পুরস্কার বিতরণের মাধ্যমে তিনি বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মস্পৃহা জাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব খাইরুল বাশারের সঞ্চালনায় আয়োজিত এই কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব জয়া রায় চৌধুরী এবং পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার জনাব নাহিল জাহান।

এছাড়াও সভায় ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবিসহ জেলার পুলিশ লাইন্স এবং সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ