কেন্দুয়া ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

নেত্রকোণা জেলা ছাত্রদলের দিকনির্দেশনায় রবিবার (১০ আগস্ট) দুপুরের দিকে কেন্দুয়া সরকারি কলেজের নবগঠিত ছাত্রদল কমিটির উদ্যোগে কেন্দুয়া পৌরসভাধীন পুরাতন বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শহীদ মিনারের চারপাশে আগাছা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ সুন্দর রাখতে এই কার্যক্রমে অংশ নেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. রাজন খান জয় ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

নবগঠিত কমিটির নেতারা বলেন, শহীদ মিনার জাতির গৌরব ও শ্রদ্ধার প্রতীক। এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। তারা নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় ছাত্র-জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, চলতি মাসের গত ৭ আগস্ট মো. রাজন খান জয়কে সভাপতি ও মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল কমিটির অনুমোদন হয়।

কমিটি প্রকাশের পর থেকেই ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল অব্যহত রেখেছে, তারই অংশ হিসেবে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা আজকেও কলেজ ক্যাম্পাসে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আর অপরদিকে কলেজের একাংশের নেতাকর্মীরা শহীদমিনার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চালু করেছে।

একপক্ষের বক্তব্য নবগঠিত কমিটির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে অন্যপক্ষের বক্তব্য তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ