
সিদ্দিকুর রহমান শাহীন,, ফুলবাড়ী, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছড়ার পানিতে ছুড়ে ফেলে শিশু পুত্রকে হত্যার চেষ্টা করেছেন সৎ বাবা।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ীর শহীদ বাজার সংলগ্ন ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম তাসিন (৬)। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
জানাগেছে, শিশু তাসিন এর বাবা তারা মিয়া মারা গেলে লালমনিরহাট সদর থানার সাপটানা গ্রামের আকবর আলীর ছেলে মুরাদুজ্জান মুরাদের সঙ্গে তাসিনের মায়ের দ্বিতীয় বিয়ে পারিবারিক ভাবে সম্পূর্ণ করা হয়। কিছুদিন যেতে না যেতেই তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব শুরু হয়। সৎ বাবা মুরাদুজ্জামান মুরাদ তাসিনকে শনিবার সারাদিন বাইসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে প্রায় ১৪ কিলোমিটার দুরে এসে উপজেলার শিমুলবাড়ীর শহীদ বাজার ছড়ারপাড়ের একটি পুকুরে ফেলে দিয়ে চলে যান ।
পরে ব্যস্ত আকাঁবাকাঁ সড়কে এক অটোরিকশা চালক হেড লাইটের আলোতে দেখতে পান পুকুরে একটি শিশু হাবুডুবু খাচ্ছে। পরে তিনিসহ চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবন্ত উদ্ধার করেন।
এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য শতশত উৎসুক জনতার ভীড় জমেয় সেখানে।
এদিকে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ লালমনিরহাট-ফুলবাড়ী থানা এলাকার সীমান্তে অবস্থান নেয়। পরে জনগণের সহযোগিতায় সৎবাবা মুরাদুজ্জামান মুরাদ (৩৯)কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর নবী জানান, শিশু হত্যা চেষ্টায় জড়িত মুরাদকে আটকের বিষয়টি ইতিমধ্যে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ফুলবাড়ী থানায় অবগত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
