দাগনভূঞায় অবসরজনিত সংবর্ধনা পেলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ মজুমদার

নুর হোসেন, ফেনী।

ফেনী জেলার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে অবসরজনিত কারণে বিদায়ী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ মজুমদারকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান। সভাপতিত্ব করেন উপজেলা এম.সি.এইচ মেডিকেল অফিসার ডাঃ মোঃ নুরুল আফসার।

সংবর্ধনা অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বদলিকৃত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা ডাঃ প্রদীপ মজুমদারের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি সততা, দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে দীর্ঘদিন জনস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ