তারেক আজিজের কবিতা “আমি কে”

Know thyself “/ নিজেকে জানো,
আড়াই যুগেও জানা হলো না আজো!
সক্রেটিসের উক্তিটি অতি সংক্ষিপ্ত
তবুও কথাটির তাৎপর্য সর্বোচ্চ।

কেউ বলে আমি নাকি সর্বনাশি,
হাসি মুখে বিনাশ করি দিবানিশি।
কেউ বলে ভীষণ নারী ঘেষা,
নজরুল তুল্য! না, না ও কৃষ্ণা
বিশ্ব বক্ষ হতে ছিনিয়ে এনেছে মায়াবী কন্যা।

কেউ বলে বহুরূপী
রূপে-স্বরূপে নয় হ্যাপি।
কেউ বলে জাত কবি,
তো কেউ বলে ভুল ভাল কবিতা লেখে
ও কবিতার বুঝেটা কী?
বুঝি বা না বুঝি তবুও লিখি
অখ্যাত বিখ্যাত যায় বলো সই মুখ বুজি।

ষাটোর্ধ প্রিয় সিদ্দিক ভাই
যুবরাজ বলাই দারুণ মজা পায়।
বাবা বলে দারুণ খেয়ালী
স্বেচ্ছাচারী সন্ন্যাসী,
দুর্দান্ত মেধাবীও বটে
অতি অল্প চেষ্টা করিলে সোনার হরিণটাও
জুটিতো ঘটে।
গুরু(দাদা) কন আরে বোকা,
অন্তর চক্ষু খুলে যাবে,যেদিন খাবি ধোকা।
ঘনিয়ে আসিতেছে দ্রুত
যেদিন নিজেকে পীড়া দিবি অবিরত।

নিস্তব্ধ রজনী কত শত
ঝিঁঝি পোকারা ক্রন্দন রত,
নিজেকে হারায়া খুঁজিয়া ফিরিতে ব্রত।
তবুও নিজেকে হলো না জানা,
মনের দুয়ারে পাড়ি দেওয়ার পথ যে অচেনা।

এই ধরাধামে দেখিলাম শত কোটি মানুষ,
কোটি মানুষের ভীড়ে নিজেকে হারিয়ে
খুঁজি নিজেকেই।
আসলে আমি কে?

বার্তা প্রেরক: মনিরুল ইসলাম,
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ