
শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
২৪- এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের তৃষ্ণা মিটাতে বোতলজাত বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করেন কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ ও কুলিয়ারচর পৌর প্রবাসী জিয়া পরিষদ।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫ টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা ও ৬ টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড বিজয় মিছিল নিয়ে আসা তৃষ্ণার্ত নেতাকর্মীদের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করেন কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ এর সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল আমিন খাঁন (পৌরসভা), প্রেসিডিয়াম সদস্য মো. আল-আমিন মিয়া (ছয়সূতী), প্রেসিডিয়াম সদস্য মো. দেলোয়ার হোসেন (ফরিদপুর) ও যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান (রামদী)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কুলিয়ারচর পৌরসভা প্রবাসী জিয়া পরিষদ এর প্রধান প্রেসিডিয়াম সদস্য আল সারোয়ার সাইমন।
কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ এর প্রতিষ্ঠাতা মো. আইন উদ্দিন ভূঁইয়া ও আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন খান বলেন, তাদের সংগঠনটি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত। তারা দলীয় নেতাকর্মীদের পাশে থেকে দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবেন।