ফেনীতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ প্রশাসনের

মোহাম্মদ আবু দারদা, ফেনী

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে ফেনীতে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে শহীদদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির শুরুতে ফেনীর শহীদ কবরস্থানে যাওয়া হয়। সেখানে গণঅভ্যুত্থানে নিহতদের, বিশেষ করে শহীদ শিহাবের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং কবর জিয়ারত করা হয়।

পরে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক (উপসচিব) গোলাম মো. বাতেন, পিবিআই পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবের ইতিহাস তৈরি করেছে। দেশের জন্য তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ