ফেনীতে রোহিঙ্গা পাচারকারী আটক, উদ্ধার ২

মোহাম্মদ আবু দারদা, ফেনী

ফেনী শহরে মানব পাচার ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল মান্নান (৩৪) মঙ্গলবার রাত ৩ আগস্ট, ২০২৫ তারিখে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সুপার ও সদর সার্কেলের নির্দেশে ফেনী শহর ফাঁড়ির এসআই মোঃ আকতার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মানব পাচারের চেষ্টাকালে শহরের মহিপাল হীরা হোটেল সংলগ্ন ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে উদ্ধার করা হয় রোহিঙ্গা শরণার্থী মোঃ আরাফাত (২৫) ও রমিদা (২৬)– দুইজন উখিয়া, কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-১০, ব্লক-#৩০ এর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মান্নান দীর্ঘদিন ধরে নকল এনআইডি, পাসপোর্ট এবং ভুয়া নাগরিক সনদ তৈরিতে সক্রিয় ছিল। এ কাজে সে অবৈধভাবে অন্যের এনআইডির তথ্য ব্যবহার করতো। তার হেফাজত থেকে তিনটি ভিন্ন নামের পাসপোর্ট, বহু সংখ্যক পাসপোর্ট তৈরির কাগজ, জাল সিল, ১৭টি জাতীয় পরিচয়পত্র, একাধিক ব্যক্তির জাতীয় নিবন্ধন তথ্যের ফটোকপি এবং ভুক্তভোগীদের কাছ থেকে ৯,৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মান্নান পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি রোহিঙ্গা দু’জনকে অর্থের বিনিময়ে প্রলুব্ধ করেন এবং ক্যাম্প থেকে বের করে এনে বিদেশে পাঠানোর জন্য তাদের সব ধরনের জাল কাগজপত্র প্রস্তুত করছিলেন। আরও জানা যায়, এই চক্রের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তার অভিযান চলছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এই চক্র মধ্যে পরস্পরের যোগসাজশ ছিল এবং রোহিঙ্গা ভুক্তভোগীদের কাছ থেকে এক লক্ষ টাকা আদায় করে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬(১)/৮, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ এর ২৩(১)/২৪, দণ্ডবিধি ১৮৬০ এর ৪৬৪/৪৭৩ এবং পাসপোর্ট আইন ১৯৫২ এর ৩(চ) ধারায় ফেনী সদর থানায় মামলা (এফআইআর নং-৪, তারিখ-০৪ আগস্ট ২০২৫; জিআর নং-৪৪৩, তারিখ-০৪ আগস্ট ২০২৫) রুজু করা হয়। গ্রেপ্তারকৃত মান্নানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মানব পাচার ও জালিয়াতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ