
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।
শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে সোমবার ( ৪আগষ্ট) দুপুরে শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, শহীদ মাহবুব আলমের প্রাক্তন শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
বক্তারা শহীদ মাহবুব আলমের জীবন ও সংগ্রামের কথা তুলে ধরে তাঁর আদর্শকে আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। বক্তৃতায় শহীদ মাহবুবের আত্মত্যাগ, দেশপ্রেম ও নেতৃত্বগুণের উপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি গুণীজনদেরও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠান শেষে শহীদ মাহবুব আলম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সহ অন্যান্যরা শহীদ মাহবুব আলমের সমাধি পরিদর্শন করেন এবং ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।