
মোহাম্মদ আবু দারদা, ফেনী
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে ফেনীতে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার শহরের একটি গণমিলনায়তনে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল ‘তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি তাঁর বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময়ই প্রস্তুত রয়েছে।”
আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজিব আহসান আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করতে হবে। তিনি দলের অভ্যন্তরীণ সকল মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নামার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জেড আই কামাল।
এ ছাড়া স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম শিমুল এবং মোশাররফ হোসেন মজুমদার পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশে তৃণমূল থেকে আসা স্থানীয় নেতারা আগামী দিনের রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় কেন্দ্রীয় নেতারা ধৈর্য সহকারে তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সূত্র মতে, মতবিনিময় সভায় ফেনী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন শাখা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।