
শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রয়াত মো. মাজহারুল হক মুকুল এঁর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট শুক্রবার বাদ আছর ছয়সূতী ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে ছয়সূতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম ও ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী (বাবুল)।
এছাড়াও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন নাগরিক সমাজ এর আহ্বায়ক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (এ.পি.পি জজ কোর্ট কিশোরগঞ্জ, সাংবাদিক ও কলামিষ্ট)।