জামায়াত আমিরের সার্জারির আগে ফেনীতে দোয়া কামনা

মোহাম্মদ আবু দারদা, ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা ও সফল অস্ত্রোপচার কামনায় ফেনীতে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর শহরের জহিরিয়া মসজিদে এই দোয়া পরিচালনা করেন দলটির ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। আগামী সপ্তাহে ডা. শফিকুরের হার্টে বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে।

দোয়া অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মুফতি ইলিয়াস বিন নাজেম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম এবং শহর আমির নজরুল ইসলাম। এ ছাড়া, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফারুক হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ দোয়ায় শরিক হন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ গতকাল বুধবার তার করোনারি এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসক বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দিলে আগামী সপ্তাহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ