
মোহাম্মদ আবু দারদা, ফেনী
ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার, ৩০ জুলাই ২০২৫, দিনব্যাপী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে পানি সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রকল্পের স্বচ্ছতা এবং বাঁধের টেকসই নির্মাণ নিয়ে আলোচনা করেন।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় তিনি স্বাগত বক্তব্য দেন। সভায় প্রকল্প সংক্রান্ত একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফ্লাড অ্যান্ড রিভার ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক তরুণ কান্তি মজুমদার। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব যতন মারমা এবং প্রকল্পের সমীক্ষা পরিচালক মো. শরিফুল আলম প্রকল্পের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। মো. শরিফুল আলম বলেন, গত বছরের বন্যাটি ছিল বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এ কারণে বাস্তবসম্মত ও টেকসই বাঁধ নির্মাণ জরুরি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, প্রকল্পটি গত ২০ জুলাই ২০২৫ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই কমিটিতে উপস্থাপন করা হয়েছিল।
সভায় উপস্থিত ফেনীর ছয় উপজেলার সাধারণ মানুষ, ভুক্তভোগী, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা মুহুরী-কহুয়া নদীর বাঁধ টেকসইভাবে নির্মাণের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। বক্তারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এর সমাধানে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সাবেক মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মাহমুদ স্বপন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় বিএনপির নেতা আবু তালেব, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, এনসিপি নেতা রিজভী এবং এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ ছায়েদুজ্জামান এবং পানি উন্নয়ন বোর্ডের ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাঈদসহ বিভিন্ন স্তরের সাংবাদিক, পেশাজীবী, আলেম, ছাত্র প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভা শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, প্রস্তাবিত এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফেনী জেলার দীর্ঘদিনের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে এটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।