
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।
সেবা নিশ্চিত না করে, নতুন করে কিছু কর আরোপ করা হয় নাটোরের বাগাতিপাড়া পৌরসভা থেকে। এতে করেই ফুঁসেফেঁপে উঠে পৌরসভাবাসী এবং জনমনে সৃষ্টি হয় ক্ষোভ। ওই কর গুলোকে পৌরবাসীরা অবাঞ্চিত কর বলে আখ্যায়িত করে সেগুল বাতিলের দাবিতে গত ২৭ জুলাই (রোববার) বিকেলে পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে তারা এবিষয়ে ১৮ দফা দাবিসহ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এনিয়ে, আগে সেবা দাও পরে কর নাও, বাগাতিপাড়ায় অবাঞ্চিত পৌর কর বাতিলের দাবিতে বিক্ষোভ সহ নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে এক বিশেষ জরুরী সভার মাধ্যমে নতুন করে আরোপকৃত করগুলো বাতিলেন সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে পৌরসভার সকল সদস্যদের নিয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায়, নতুন করে আরোপকৃত কর বাতিল করা সহ পূর্বের নিয়মানুয়ায়ী কর বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, পৌরবাসীর কথা বিবেচনায় নিয়ে, জনগণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে নতুন কোনো কর আরোপ থাকছে না।
এদিকে এতদ্রুত সময়ে অবাঞ্চিত পোর কর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করে পৌর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন বাগাতিপাড়া পৌরসভার সাধারণ জনগণ।
তারা মনে করছেন নাগরিক দাবির প্রতি এমন আন্তরিক পদক্ষেপ প্রশাসনের প্রতি জনসাধরণের আস্থা আরও বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি আশা করেন, অবাঞ্চিত পৌর কর যেভাবে বাতিল করা হয়েছে ঠিক সেভাবেই এই বাগাতিপাড়া পৌরসভার প্রায় ২০ হাজার নাগরিক তাদের নাগরিক সেবার ঘাটতি কাটিয়ে উন্নত সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিয়ে চরম দুর্ভোগ থেকে মুক্তি দিবেন প্রশাসন।