
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)।।
সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বদলীকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের সাধারণ জনগন ও শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল হাই, শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমূখ।
বক্তারা বলেন, ফুলবাড়ীতে বদলীকৃত শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ নীলফামারী জেলায় কর্মরত থাকা কালীন তার ঘুষ-দুর্নীতির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ জেলায় বদলী করা হয়। সিরাজগঞ্জ থেকে তাকে আবারও ফুলবাড়ী উপজেলায় বদলী করা হয়েছে। ফুলবাড়ীবাসী ঘুষ- দুর্নীতিতে ভাইরাল হওয়া ওই প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলায় যোগদান করতে দিয়ে ফুলবাড়ীর শিক্ষার পরিবেশ কলুষিত করতে পারে না। তাই তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানানো হচ্ছে।
অন্যান্য দাবিগুলো হলো ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার।
২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনা।
৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর না চালানো।
৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনা।
৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে না পারা।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে(নুর মোহাম্মদ) ফুলবাড়ী উপজেলা থেকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন ডাক দেয়া হবে।