বাগেরহাটে সবুজ উদ্দ্যোক্তা মেলা অনুষ্ঠিত


সোহেল রানা বাবু, বাগেরহাট।।


দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা বাগেরহাটে “সবুজ উদ্যোক্তা মেলা” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সবুজ উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড.মনির হোসেন।বিসিক বাগেরহাটের উপ পরিচালক শরীফুল ইসলাম।ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক,  তরুণ উদ্যোক্তা ও বাঁধনের বিভিন্ন গ্রুপের ২০০ শতাধিক প্রতিনিধি এই মেলায় অংশগ্রহন করে।

‎মেলায় তরুণ উদ্যোক্তারা ১০টি ষ্টলে পরিবেশ সুরক্ষায় তাদের উদ্ভাবনী উদ্যোগ ও পণ্য প্রদর্শন করেন।

আয়োজকদের প্রত্যাশা, এই মেলা তরুণ উদ্যোক্তাদের নতুন অনুপ্রেরণা যোগাবে, তাদের উদ্ভাবনকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে সহায়তা করবে এবং স্থানীয় পর্যায়ে একটি সবুজ অর্থনীতি গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ