
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২ নভেম্বর, ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরহাদ বড়খারচর পূর্ব পাড়া মহল্লার রাজমিস্ত্রী মো. ফয়সাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘুম থেকে ওঠে বাচ্চাকে মোবাইল দিয়ে পাশে বসিয়ে মা রান্নাবান্নার কাজ করছিলেন। ফরহাদ মোবাইলে কার্টোন দেখছিলো এবং খেলা করছিলো কিছুক্ষণ পর একটি হাতপাখা নিয়ে বের হয়। পরে নিহতের বাবা ফয়সাল মিয়া তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে গোসলের পানি জমা গর্তের পানিতে পড়ে আছে দেখে সেখান থেকে তুলে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, যেসকল বাড়ির আশপাশে ছোট ছোট গর্ত বা পুকুর রয়েছে সে সকল বাড়ির ছোট শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তারা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
খবর পেয়ে শিশুটির খোঁজ খবর নেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। তিনি শিশুটির পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।