
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলা শহরে পুরাতন কারাগারকে সংস্কার করে ‘ফেনী জেলা কারাগার-২’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার প্রথম ধাপে ২৮ জন বন্দীকে হস্তান্তরের মাধ্যমে এই বিশেষায়িত কারাগারটি চালু করা হয়। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে পর্যায়ক্রমে মোট ১৮০ জন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীকে এখানে স্থানান্তর করা হবে।
জেল সুপার দিদারুল আলম জানান, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর চালু হওয়া এই কারাগারটিকে বিশেষায়িত হিসেবে ব্যবহার করা হবে। চট্টগ্রাম বিভাগের সাতটি জজকোর্টে বিচারাধীন মামলার আসামিদের এই কারাগারে রাখা হবে।
মোট ১৮০ জন বন্দীর মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, ফেনী কারাগার-১ থেকে ২১ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন এবং লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন বন্দীকে নতুন এই কারাগারে আনা হচ্ছে। শনিবার প্রথম দিনে ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন এবং লক্ষ্মীপুর কারাগার থেকে ৭ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি বন্দীদের কয়েকদিনের মধ্যে হস্তান্তর করা হবে।
দিদারুল আলম আরও জানান, কারাগারটির কার্যক্রম পরিচালনার জন্য জেল সুপার, জেলার, মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ ৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৮৮ জন কর্মকর্তা-কর্মচারী এখানে যুক্ত হবেন।