ফেনীর পরশুরামে ইয়াবাসহ সিএনজি চালক আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ছয় পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার কেতরাংগা দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

​ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ কেতরাংগা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযানে নামে। টহল দলটি উত্তর কেতরাংগা নামক স্থানে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এসময় চালকের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

​আটক চালকের নাম আমিন (৩২)। তিনি পরশুরাম উপজেলার মুন্সিরখীল গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং চালকের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​জব্দকৃত মাদক ও মালামালসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ