নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের নড়াইবাসীর ব্যানারে (২৬ অক্টোবার) রবিবার সকালে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আধাঘন্টা স্থায়ী এ মানববন্ধনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম সংযোজনের দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়া হয়। প্রসঙ্গত,নড়াইল জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় আশিক বিল্লাহ্ ও তার স্ত্রী খাদিজা বিল্লাহ নাম অন্তর্ভুক্ত করা হয়েছে,আশিক বিল্লাহ্ ২০১৫ সালের (২৪ ডিসেম্বর) নড়াইল আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানীর মামলা দায়ের করেন।

জুলাই যোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অন্তর্ভুক্ত করার পর থেকে জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ