
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ‘নিজপানুয়া যুব সংঘ’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে সংগঠনটির কার্যালয় উদ্বোধন এবং একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ০৮ নং রাধানগর ইউনিয়নে নিজপানুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়াউল হাসান খন্দকার হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন নবগঠিত সংগঠনটির সভাপতি সাইফুল হক সজিব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাধানগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহাবুব, নিফাজ ফুডস-এর স্বত্বাধিকারী ফজলুল বারী মহসিন, বিশিষ্ট সমাজ সেবক মহব্বত আলী মুন্সি এবং বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার সাবইন্সপেক্টর (এসআই) হাবিজ উদ্দীন, শিক্ষক সিদ্দীক উল্যাহ্ খোন্দকার (দুলাল), রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতাউল কবির ও দেলোয়ার হোসেন এবং জান্নাতুর রায়হান খোন্দকার।