পঞ্চগড়ে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে ৩ লাখ ৬২ হাজার শিশু

উমর ফারুক, পঞ্চগড়:

​সারাদেশের মতো পঞ্চগড়েও জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জেলা পর্যায়ের প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

​প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম টাইফয়েড রোগের ভয়াবহতা উল্লেখ করে বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায়। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। একারণে টাইফয়েড প্রতিরোধে শিশুদের জন্য এই টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি এই টিকার গুরুত্ব সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

​কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, মাসব্যাপী এই ক্যাম্পেইন মোট ২০ কার্যদিবস ধরে চলবে। এর মধ্যে প্রথম ১২ কার্যদিবস জেলার এক হাজার ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই লাখ ৪৭ হাজার ২৫০ জন শিশুকে টিকা দেওয়া হবে। পরবর্তী আট কার্যদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা এক লাখ ১৪ হাজার ৯২৭ জন শিশুকে কমিউনিটি পর্যায়ের এক হাজার ৬২টি কেন্দ্রে এই টিকার আওতায় আনা হবে।

​টিকা নিয়ে যেকোনো ধরনের অপতথ্য ও গুজব প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিভিল সার্জন বলেন, টিকা নিয়ে অনেক সময় অপপ্রচার ও গুজব ছড়ানো হয়। এসব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা সঠিক তথ্য প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি সফল করতে সকল গণমাধ্যমকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

​জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ এবং জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের অর্ধশত প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ