২৫৬ আসনে প্রার্থী ঠিক করল খেলাফত মজলিস

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস প্রাথমিকভাবে ২৫৬টি আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। তবে চূড়ান্ত তালিকায় জোটগত সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সারাদেশে সংগঠনটির সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২৫৬ জনকে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, “সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে।” তিনি আরও জানান, বাকি আসনগুলোর জন্য প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে, কোনো জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে মনোনীত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে।

​মতবিনিময় সভায় ফিলিস্তিনের গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলা ও অবরোধের তীব্র নিন্দা জানানো হয়। ড. আহমদ আবদুল কাদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে আটককৃতদের মুক্তি এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

​দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন হবে ইসলামের সঙ্গে বাতিলের লড়াই। তিনি জানান, খেলাফত মজলিস “দেয়াল ঘড়ি” প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ইউনিট পর্যায়ের ভোটারদের মধ্যে জনমত গড়ে তোলার জন্য কর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে, সকলকে সংগঠিত করে ভোট কারচুপির পথ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

​খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সারাদেশ থেকে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ