নরসিংদীতে ঘুমে ঢুলে পড়া ট্রাকচালকের কারণে দুর্ঘটনা, আহত ২

সাকিব,, আড়াইহাজার।। 

নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খরিয়া বাজার সংলগ্ন শিবেরকান্দা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে নরসিংদীগামী ট্রাকটি শিবেরকান্দা এলাকায় পৌঁছালে চালকের চোখে ঘুম আসায় ট্রাকটি পথভ্রষ্ট হয়ে সড়কের পাশে থাকা দোকানে ধাক্কা মারে। এ সময় দোকানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ