
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফেনীর দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আগামী ফেব্রুয়ারিতে ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের বিরুদ্ধে জুলুম, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্কুল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনী রোড ও বসুর হাট রোড প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত সাংসদ পদপ্রার্থী ডাক্তার মোঃ ফখরুদ্দীন মানিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাহ উদ্দিন সাঈদ। এছাড়া বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের শূরা সদস্য এএসএম নূর নবী দুলাল এবং দাগনভূঞা পৌরসভা আমীর কামরুল আহসান। বক্তারা তাদের বক্তব্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানান।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী ও পৌরসভা সেক্রেটারি আবু সাইদ কামরুজ্জামান।