তিতাসে গভীর রাতে দুই পরিবারে ডাকাতি, নিরাপত্তাহীনতায় স্থানীয়দের উদ্বেগ

ফারুক মাষ্টার,তিতাস, কুমিল্লা।।

 

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী কান্দাপাড়ায় গভীর রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত প্রায় ২টার সময় মোঃ মোশারফ হোসেন ও নবীর হোসেনের ঘরে হানা দেয় ডাকাতদল। ঘরে প্রবেশ করেই সবাইকে বেধে ফেলে ও মারধর করে ঘরের স্বর্ন অলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বাত্মক চেষ্টা করছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ